ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের বি’রুদ্ধে করা দুটি মানহানীর মা’মলা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মেয়র বলেন, ‘গতকাল যে দুটি মা’মলা হয়েছে, সেই দুটি মা’মলার স’ঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। দুজন আইনজীবী অতি উৎসাহী হয়ে এই মা’মলা করেছেন, আমি তাদের অনুরোধ করব মা’মলা দুটি প্রত্যাহার করে নেওয়ার জন্য।’
নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে সাকরাইন উৎসব উপলক্ষে আজ মঙ্গলবার ডিএসসিসি আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তাপস।
এ সময় ব্যারিস্টার তাপস আরো বলেন, ‘সাবেক মেয়র আমাকে ব্যক্তিগতভাবে তাঁর আক্রোশের বশবর্তী হয়ে যে আ’ক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন, সেটা মানহানিকর হয়েছে বলে প্রতীয়মান হয়। সেই পরিপ্রেক্ষিতে আমরা পর্যালোচনা করছি। ভবি’ষ্যতে প্রয়োজন বোধ করলে মা’মলা হতে পারে।’
মেয়র তাপসের বি’রুদ্ধে মানহানির বক্তব্য দেওয়ার অভিযোগে গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যা’জিস্ট্রেট রাজেশ চৌধুরীর আ’দালতে সাবেক মেয়র সাঈদ খোকনের নামে দুটি মা’মলা করা হয়। একটি মা’মলার বা’দীর নাম কাজী আনিসুর রহমান। অপর মা’মলাটির বা’দী অ্যাডভোকেট মো. সারওয়ার আলম। মা’মলা দুটির ব্যাপারে আদেশের জন্য আগামী ১৯ জানুয়ারি দিন রেখেছেন আ’দালত।
এর আগে গত ৯ জানুয়ারি শনিবার রাজধানীর হাইকোর্ট এলাকায় কদম ফোয়ারার সামনে ডিএসসিসি কর্তৃক উ’চ্ছেদের প্র’তিবাদে এক মা’নববন্ধ’নে সাঈদ খোকন বলেছিলেন, ‘তাপস মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই দু’র্নীতির বি’রুদ্ধে গ’লাবাজি করে চলেছেন। আমি তাঁকে বলব, রাঘব বোয়ালের মুখে চুনোপুটির গল্প মানায় না। দু’র্নীতিমুক্ত প্রশাসন গড়তে হলে সর্বপ্রথম নিজেকে দু’র্নীতিমুক্ত করুন, তারপর চুনোপুটির দিকে দৃষ্টি দিন।’
এ সময় সাবেক মেয়র অভিযোগ করে আরো বলেন, তাপস দক্ষিণ সিটি করপোরেশনের শত শত কোটি টাকা তাঁর নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তরিত করেছেন এবং এই শত শত কোটি টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিনিয়োগ করার মাধ্যমে কোটি কোটি টাকা লাভ হিসেবে গ্রহণ করেছেন এবং করছেন। অপরদিকে, অর্থের অভাবে দক্ষিণ সিটি করপোরেশনের গরিব কর্মচারীরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না, সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে। এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মেয়র তাপস সিটি করপোরেশন আইন ২০০৯, ২য় ভাগের ২য় অধ্যায়ের অনুচ্ছেদ ৯ (২) (জ) অনুযায়ী মেয়র পদে থাকার যোগ্যতা হা’রিয়েছেন।
গতকাল সোমবার সাঈদ খোকনের বক্তব্যকে মানহানিকর উল্লেখ করে তাঁর বি’রুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন তাপস।
ডিএসসিসি মেয়র বলেছিলেন, ‘যাদের স’ঙ্গে টাকা লেনদেন হয়েছে… যারা টাকা লেনদেন করেছে, তারাই অভিযোগ দিয়েছে। আমরা ঢাকা সিটি করপোরেশনের পক্ষ থেকে অথবা আমি ব্যক্তিগতভাবে কোনো সময় কোনো অভিযোগ আনিনি। সেখানে যারা লেনদেন করেছে, যারা ব্যবসায়ী-দোকানদার হিসেবে অ’বৈধভাবে সেই জায়গাগুলোর দ’খলে ছিলেন, তাঁরা অর্থ লেনদেন করেছেন। সুতরাং এখন তিনি (সাঈদ খোকন) পুরো দোষ আমার ও’পর চা’পানোর চেষ্টা করছেন। সেটা অনভিপ্রেত বলে আমি মনে করি। সেটা শুধু আক্রোশের বশবর্তী হয়ে করা হয়েছে।’
তাপস আরো বলেন, ‘আমার বি’রুদ্ধে এমন অভিযোগের ফলে অবশ্যই মানহানি হয়েছে এবং আমি এ ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেব।’ আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তাপস বলেছিলেন, ‘মানহানির বি’রুদ্ধে ব্যবস্থা মানেই আইনি ব্যবস্থা।’