etvbd.com
মা’রা গেছেন ভারতীয় সিরিয়ালের জবা, কেঁদে বুক ভাসাচ্ছেন না’রীরা – ETVBD
admin
2 minutes
17 mins ago News 26 Views
যারা ভারতীয় সিরিয়াল দেখেন জবা বললেই তারা এক নামে চিনে ফে’লে। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’-এর জনপ্রিয় মুখ তিনি। জবার চরিত্রে অভিনয় করছেন পল্লবী শর্মা।
কখনো সংসারের জন্য লড়তে, আবার কখনো স্বা’মীর পাশে থেকে সবাইকে উচিত শিক্ষা দেন জবা। এমন সর্বকর্মা জবার যদি হঠাৎ মৃ’ত্যু হয় তাহলে দর্শকদের অবস্থা কি হয় ভাবুন তো! সন্ধ্যা বেলা সব কাজ বাদ দিয়ে টিভির সামনে বসে জবার মুখখানা না দেখলে দিন ভালো যায় না অনেকের।
বাংলা ধারাবাহিক যেন বাঙালির শি’রায় ঢুকে বসে আছে। তা এই ধারাবাহিকে একদিন দেখানো হল জবা মা’রা যাবে। এ খবর দেখে হা’উমা’উ করে কাঁ’দতে লাগলেন এক জবা প্রেমী না’রী।
মায়ের এই কা’ন্না দেখে ছেলে ভিডিও করে সামাজিক মাধ্যেমে পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। ছেলে মাকে যতই বো’ঝানোর চেষ্টা করছেন, যে এটা সিরিয়াল। কিচ্ছু হয়নি জবার! মা কিছু শোনবার পাত্রীই নন। তিনি কেঁদেই চলেছেন। এই ভিডিওটি শেয়ার হতেই ভা’ইরাল হয়।
ভিডিওতে দেখা গেছে, খাটের পাশে হাঁটু মুড়ে বসে কেঁদেই চলেছেন পঞ্চাশোর্ধ ওই না’রী। চাঁদরের তলা থেকে মুখ তুলে বলে যাচ্ছেন, ‘ও জবা তুই এ কি করলি? ফিরে আয় মা!’
Check Also
ভারতীয় ক্রিকেটারদের দিয়ে টয়লেট পরিষ্কার করাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া!
হোটেল বরাদ্দ করেছে স্বাগতিকরা, যেখানে নিজেদের টয়লেটও নিজেদেরই পরিষ্কার করতে হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের। অস্ট্রেলিয়ার বিভিন্ন …