মাগুরায় প্রতিব’ন্ধী এক শি’শুকে ধর্ষণের অভিযোগে টিটো মোল্ল্যা (৩১) নামের এক যুবককে গ্রে’প্তার করেছে পু’লিশ। আজ শনিবার বিকেলে টিটো মোল্ল্যাকে মাগুরার না’রী ও শি’শু নি’র্যাতন দ’মন ট্রা’ইবুনালে সোর্পদ করা হলে বিচারক তাকে জে’লহাজতে পাঠান।
মাগুরা সদর থানার ভারপ্রা’প্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, সদর উপজে’লায় ১০ বছর ব’য়সী প্রতিব’ন্ধী এক শি’শুকে ধর্ষণের অভিযোগে দুপুরে তার ভাই বা’দী হয়ে মা’মলা করেন। অ’ভিযান চা’লিয়ে এক ঘণ্টার মধ্যে আ’সামি টিটো মোল্ল্যাকে গ্রে’প্তার করে আ’দালতে সোর্পদ করা হয়েছে।
মা’মলার অভিযোগে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে বাড়ির পাশে পাতা কুড়ানোর সময় প্রতিবেশীর ছেলে টিটো মোল্ল্যা প্রতিব’ন্ধী ওই শি’শুকে ধর্ষণ করেন। শি’শুটির দাদি এই দৃশ্য দেখে এলাকার মুরব্বিদের জানান। তাঁরা জরুরি স’রকারি সেবা ৯৯৯ নম্বরে অভিযোগ করেন। পু’লিশ তাৎক্ষণিক ঘ’টনাস্থল পরিদর্শন করে ভি’কটিম ও তার পরিবারের সদস্যদের থানায় এনে মা’মলা রুজু করে। এরপর পু’লিশ শি’শুটির ডাক্তারী পরীক্ষার ব্যবস্থা করে।