মা’দক মা’মলায় যুব ম’হিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বা’মী মফিজুর রহমান সুমনের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত ৮ম মহানগর দায়রা জজ আমিরুল ইসলাম অভিযোগ গঠন করেন। এ সময় আ’সামিরা নির্দোষ দাবি করে ন্যায়বিচার কামনা করেন।
গত বছরের ২২ ফেব্রুয়ারি হোটেল ওয়েস্টিন থেকে পাপিয়া এবং শাহজালাল বিমানবন্দর থেকে স্বা’মীসহ চারজনকে গ্রে’ফতার করে র্যা’ব। গ্রে’ফতার অন্যরা হলেন- সাব্বির খন্দকার ও শেখ তায়্যিবা। সেসময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, নগদ দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল মুদ্রা, ১১ হাজার ৯১ ইউএস ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা জ’ব্দ করা হয়।
গত বছরের ১০ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানার মা’দক মা’মলায় পাপিয়া দম্পতির বি’রুদ্ধে চার্জশিট দাখিল করেন মা’মলার ত’দন্ত কর্মকর্তা।