সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলতি বছরের ৪ জানুয়ারি অ’গ্নিকাণ্ডেের ঘ’টনায় ‘রিভলি শোরুম বিল্ডিং’ ধ্বং’স হয়ে যায়। এতে অন্তত ৪৫ জন বিদেশি গৃহহারা হয়ে পড়েছে। খালিজ টাইমস এক প্রতিবেদনে বলছে, দুবাইয়ের মিনা বাজার জে’লার ওই ভবনে আ’গুনের ঘ’টনায় তিনটি অ্যাপার্টমেন্ট পু’ড়ে ভস্ম হয়ে যাওয়ার জেরে ভারত ও পাকিস্তানের ৪৫ জন নাগরিক নিঃস্ব হয়ে গেছে। তাদের ব্যাপক ক্ষ’তি হয়ে গেছে বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছে। -খালিজ টাইমস
দুবাই সিভিল ডিফেন্স অথরিটি জানিয়েছে, গত সপ্তাহের ওই ঘ’টনায় তিনটি অ্যাপার্টমেন্ট পু’ড়ে গেছে। আরো ক্ষয়ক্ষ’তি হওয়ার আগেই আ’গুন নি’য়ন্ত্রণে নিয়ে আসা গেছে। আ’গুন লাগার বি’ষয়টি ত’দন্ত করে দেখা হচ্ছে। জানা গেছে, ভু’ক্তভোগীরা সেখানে ভাড়া নিয়ে থাকতো। সবাই ব্যাচেলর। প্রত্যেক ফ্ল্যাটে প্রায় ২০ জন করে ব্যাচেলরের বসবাস। আ’গুনে তাদের যাবতীয় সরঞ্জাম পু’ড়ে গেছে। তাদের থাকার জায়গা পর্যন্ত এখন নেই।