দীর্ঘ সাড়ে তিন বছরের অ’বরোধ তুলে নেওয়ার পর এবার কাতারের স’ঙ্গে ফের বিমান চলাচল শুরু করছে সউদী আরব। টুইটারে দেওয়া এক পোস্টে দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়া জানিয়েছে, সোমবার থেকে তারা কাতারের উদ্দেশে ফ্লাইট পরিচালনা করবে। রয়টার্সের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।
মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, দোহা ও রিয়াদের মধ্যে ফ্লাইট চালু করতে যাচ্ছে কাতার এয়ারওয়েজ এবং সৌদি এয়ারলাইন্স। এর আগে শনিবার এক টুইট বার্তায় কাতার এয়ারওয়েজ জানিয়েছে, সোমবার থেকে রিয়াদ, ১৪ জানুয়ারি থেকে জেদ্দা এবং ১৬ জানুয়ারি থেকে দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু করতে যাচ্ছে তারা।
অপর এক টুইটে সউদী এয়ারলাইন্স জানিয়েছে, তারাও সোমবার রিয়াদ ও জেদ্দা থেকে দোহায় ফ্লাইট শুরু করবে।
উপসাগরীয় দেশ সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর স’ন্ত্রাসবাদকে সমর্থন করার অভিযোগ এনে ২০১৭ সালের মাঝামাঝি সময়ে কাতারের ও’পর কূটনৈতিক, বাণিজ্য ও ভ্রমণ নি’ষেধাজ্ঞা আরোপ করে। যদিও দোহা সব সময় এ অভিযোগ অস্বীকার করে আসছে।
সেই নি’ষেধাজ্ঞা তুলে নিয়ে গত ৫ জানুয়ারি সৌদি আরব ও এর তিন আরব মিত্র জিসিসি শীর্ষ সম্মেলনে কাতারের স’ঙ্গে সম্প’র্ক পুনরুদ্ধারে সম্মত হয়েছে এবং একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে কাতার-সউদী স্থল সী’মান্তে যোগাযোগ শুরু হয়েছে।
গত কয়েক মাস থেকেই কুয়েতের পাশাপাশি সউদী-কাতার বি’রোধ নিরসনে উদ্যোগী হয় ট্রা’ম্প প্রশাসন। রিয়াদও ইঙ্গিত দিচ্ছিল তারা দোহার স’ঙ্গে বি’বাদ মিটিয়ে ফেলতে আ’গ্রহী। এসবের ধারাবাহিকতায় কাতার সীমান্ত খুলে দেওয়ার পর এবার দেশটির স’ঙ্গে ফের বিমান চলাচল শুরু করতে যাচ্ছে সৌদি আরব। সূত্র: আনাদোলু এজেন্সি।